আশায় বুক বাঁধছেন স্টুডেন্ট লোন মওকুফ প্রত্যাশীরা

হাকিকুল ইসলাম খোকন ,,
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর স্টুডেন্ট লোন মওকুফ করার উদ্যোগ নিতে পারেন বলে কোনো কোনো স্টুডেন্ট লোনগ্রহীতা মনে করছেন। তারা এটাও মনে  করছেন, ট্রাম্প এবার নতুন করে আমেরিকাকে সাজাবেন। তাই স্টুডেন্ট লোনগ্রহীতা, তাদের বাবা-মা ও অভিভাবকেরা আশায় বুক বাঁধছেন, তারা কিছুটা হলেও লোন মওকুফের সুবিধা পাবেন।
২০২০ সালে করোনার কারণে লকডাউন, মানুষের বেকার হয়ে যাওয়া, কাজ কমে যাওয়াÑসব মিলিয়ে ওই সময়ের অবস্থা বিবেচনা করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টুডেন্ট লোনের পেমেন্ট পজ করেন। এ কারণে ওই সময়ে কাউকে পেমেন্ট দিতে হয়নি। পরবর্তী সময়ে বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের এই সিদ্ধান্ত বহাল রাখে। এরপর বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নেয়, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ২০ হাজার ডলার ও অন্যান্য স্তরে ১০ হাজার ডলার লোন মওকুফ করবে। লোন মওকুফের জন্য ইনকামের সীমাও বেঁধে দেওয়া হয়। পরে এই সিদ্ধান্তটি কার্যকর করতে পারেনি বাইডেন প্রশাসন। আদালতে লোন মওকুফের বিষয়টি আটকে যায়। এরপর বাইডেন প্রশাসন লোনের পেমেন্টের বিষয়ে একটি নতুন প্ল্যান চালু করে, যা সেভ প্ল্যান নামে পরিচিত। যাদের ইনকাম কম এবং যারা যোগ্য, তারা সেভ প্ল্যানে আবেদন করেন। এরপর পেমেন্টের জন্য কত দেবেন, সেটি নির্ধারিত হয়। যাদের ইনকাম কম, তারা পেমেন্ট শূন্য, এই সুবিধা পান। এ বছর থেকে এটি নবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। সেভ প্ল্যানটিও আটকে গেছে। সেভ প্ল্যান আটকে যাওয়ার পর বাইডেন প্রশাসন নতুন নিয়ম চালু করেছে। ওই প্রোগ্রামের অধীনে যারা ছিলেন, তাদের পেমেন্ট পজ করেছে। এরপর ডিপার্টমেন্ট অব এডুকেশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে ইমেইল পাঠিয়ে বলা হয়, পেমেন্ট পজ করার পর যাদেরকে নতুন করে পেমেন্ট দিতে হবে, তাদেরকে পেমেন্ট শুরু হওয়ার ২১ দিন আগে জানানো হবে।
এদিকে যারা স্টুডেন্ট লোন নিয়ে পরে পাবলিক সার্ভিসে জয়েন করেছেন ও কাজ করে যাচ্ছেন, তাদের অনেকেরই লোন মওকুফ হয়েছে। কিছু প্রক্রিয়াধীন আছে। পাবলিক সার্ভিসে থাকা অনেকেই লোন মওকুফের সুবিধা পেলেও বেসরকারি পর্যায়ে যারা কাজ করছেন এবং ব্যক্তিগত উদ্যোগে যারা ব্যবসা করছেন, এমন মানুষেরা লোন মওকুফের সুবিধা পাননি।
একাধিক লোনগ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখন অপেক্ষা করছেন নতুন প্রশাসনের। তাদের মতে, ট্রাম্পের আমলেই করোনার কারণে পেমেন্ট পজ করা হয়েছিল। তখন থেকে এখনো পেমেন্ট ফরবিয়ারেন্স পর্যন্ত আছে। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি লোন মওকুফ করেন কি না সেটির জন্য তারা অপেক্ষা করছেন। তারা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর যদি স্টুডেন্টদের ২০ হাজার ডলার পর্যন্ত লোন মওকুফ করেন, তাহলে তারা উপকৃত হবেন। এতে অনেক স্টুডেন্ট লোন থেকে মুক্তি পাবেন। লোন থেকে মুক্তি পেলে অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। তারা আশাবাদী, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর স্টুডেন্ট লোন মওকুফ করবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন