বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
পূর্ব লন্ডনের আপটন পার্ক এলাকার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ হিতৈষী শাহ মদরিছ আলী আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইল্লাইহি রাজিউন)। গতকাল (১৬ নভেম্বর) শনিবার লন্ডন সময় বিকাল তিন সময় লন্ডনস্থ নিউহ্যাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি'র বয়স ছিল ৭৩ বছর। তিনি'র পাঁচ কন্যা সন্তান ও এক পুত্র সন্তান শাহ মঈনুল হোসেন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহ মদরিছ আলী ষাটের দশকে ব্রিটেনে আগমন করেন। জীবদ্দশায় তিনি ব্যাবসা বানিজ্যের পাশাপাশি দেশে- বিদেশে একাধিক জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।
মরহুমের দেশের বাড়ী সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ঐহিত্যবাহী মোকাম পাড়া গ্রামে।
সিলেট শহরের কাজিটুলা এলাকার ’’শাহ প্যালেস’’ এ তিনি'র একটি বাসা বাড়ী। তাঁকে লন্ডনেই গার্ডেন অফ পিস মুসলিম সেমেট্রি সমাহিত করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি বাংলাদেশে অবস্থান কালীন সময়ে সিলেট শহরস্থ শাহ প্যালেসেই তিনি বসবাস করতেন।
মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেণ্ট, বিশিষ্ট সাংবাদিক, গবেষক মতিয়ার চৌধুরী, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, স্বদেশ বিদেশ সম্পাদক বাতিরুল হক সরকার, তার ব্যবসায়িক পাটনার ও বাল্যবন্ধু পূর্ব লন্ডনের হ্যানবরি ষ্ট্রীটের হ্যানবারি স্ট্রিটে ইস্টার্ন গ্রোসারিজ সুপার মার্কেট সত্বাধিকারী শেখ আঙ্গুর মিয়া, নবীগঞ্জ নিউ প্রেসক্লাবে আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, ইনাতগঞ্জ- দীগলবাক গণদাবি পরিষদের নেতা সাংবাদিক গোলাম কিবরিয়া প্রমুখ।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদহী আত্মার শান্তি কামানা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন।
মরহুমের রুহের শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দশ- বিদেশের সকলের দোয়া চেয়েছেন এবং বাংলাদেশে অবস্থানরত তার শ্যালক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার লন্ডনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বজ্রকণ্ঠের প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ আখতারুজ্জামান মিজান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন