পালমেইরাস মেডিক্যাল নয়, তাই নেইমারকে চাই না

নেইমারের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তবে প্রতিভার কতটুকু ব্যবহার করতে পেরেছেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। অবশ্য এর দায় পুরোটাই ব্রাজিলিয়ান তারকারও নয়। চোট যে তাকে প্রতিভার সর্বোচ্চটুকু ব্যবহার করার সুযোগ দেয়নি।

 

তাই তো চোট আর নেইমার যেন সমার্থকই হয়ে গেছে। এ কারণেই সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকাকে কেনার সময় তার চোটপ্রবণতার বিষয়কে বেশি গুরুত্ব দেয় ক্লাবরা। এবারের ঘটনায়ও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। আল হিলালের সঙ্গে আগামী বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের।

সৌদি আরবের ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষে তাই শৈশবের ক্লাবে ফিরতে চাচ্ছেন তিনি। যেখান থেকে বিশ্বকে জানান দিয়েছেন সেই সান্তোসে। চুক্তি শেষ হলেই পুরোনো ‘ঘরে’ ফেরাটা এক রকম প্রায় নিশ্চিত বলেই শোনা যাচ্ছে।

 

তবে নেইমারের মতো একজন খেলোয়াড়কে দলে পেতে কে না চায়।

সেদিক থেকেই সান্তোসের নগরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে দলে পেতে তারা আগ্রহী কিনা। এমন প্রশ্নের জবাবে সরাসরি না করে দিয়েছেন ক্লাবের সভাপতি লেইলা পেরেইরা। নেইমারের প্রশংসা করলেও চোট নিয়ে তাচ্ছিল্যও করেছেন পালমেইরাস সভাপতি।

 

 

নেইমারের বিষয়ে ৬০ বছর বয়সী পালমেইরাসের নারী সভাপতি বলেছেন, ‘আমি এমন একজন খেলোয়াড়ের পেছনে অর্থ ঢালতে চাই যে সঠিক পথে আসতে পারে। যদি কোচ সিদ্ধান্ত নেয় সে আগামীকালই আসতে পারে।

পালমেইরাস একটা মেডিক্যাল ডিপার্টমেন্ট নয়। এমন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে আগ্রহী নই, যে পালমেইরাসের হয়ে সঙ্গে সঙ্গে খেলতে না পারে।’

 

নেইমার যে সান্তোসে যাচ্ছে সেটিও অনেকটা নিশ্চিত করেছেন পেরেইরা। ক্রীড়া সংগঠক ও ব্যবসার পাশাপাশি আইনজীবী হিসেবে পরিচিত পালমেইরাস সভাপতি বলেছেন, ‘না, সে এখানে আসতে চায় না (পালমেইরাস)। সে দারুন এক খেলোয়াড়। সে সান্তোসে যাবে। এতে কোনো অসুবিধা নেই। তবে আমি ঠিক জানি না (সান্তোসে যাবে কিনা)। সান্তোসকেই জিজ্ঞেস করতে হবে।’ 

চোট কাটিয়ে দীর্ঘ এক বছর পর সম্প্রতি মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু ফিরতে না ফিরতেই আবার এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। এমন চোট প্রবণতার কারণেই তার সম্পর্কে এমনটি জানিয়েছেন পেরেইরা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন