৩২ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে ব্যবধান ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্য ৬ বল আর ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা।

পাঁচ ম্যাচের প্রথম তিনটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। নিয়মরক্ষার শেষ দুই ম্যাচের একটিতে জিতে কাল ব্যবধান কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে দুই দলের ৪৩৯ রানের ম্যাচে ছক্কার ফুলঝুরি দেখেছে বিশ্ব। দুই দলই সমান ১৬টি করে ৩২টি ছক্কা মেরেছে। 

 

সেন্ট লুসিয়ায় গত রাতে বিশাল লক্ষ্য তাড়া করার কাজটা সহজ করে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইসের ১৩৬ রানের জুটি। ৭ ছক্কা ও ৪ চারে লুইস ৩১ বলে করেন ৬৮ রান।

হোপ ৩ ছক্কা ও ৭ চারে করেছেন ২৪ বলে ৫৪। তবে ১৩৬ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১৩৬ রানেই হারিয়েছে ৩ উইকেট। দশম ওভারের রেহান আহেমেদের প্রথম তিন বলে ফেরেন লুইস, হোপ ও নিকোলাস পুরান। তবে রেহানের হ্যাটট্রিক হয়নি, কারণ হোপ ছিল রান আউট।

উইকেট হারানোর পরও রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২৩ বলে ৩৮ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। তিন উইকেট নেন রেহান আহমেদ। 

 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে ৩০ বলে ৫৪।

ফিল্ট সল্ট খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ১২ বলে ২৫ করেছেন উইল জ্যাকস। ২৩ বলেই ৩৮ রান করেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। এই সিরিজের প্রথম ম্যাচে ফিফটি পাওয়া জ্যাকব বেথেলও কালও পেয়েছেন ফিফটি। ৩২ বলে ৬২ রান করে ছিলেন অপরাজিত। শেষ বলে রান আউট হওয়ার আগে স্যাম কারেন ১৩ বলে ২৪ রান করেন। ২১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরও ইংল্যান্ডের রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।

 

সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২০ ওভারে ২১৮/৫ (সল্ট ৫৫, বেথেল ৬২; মোতি ২/৪০, জোসেফ ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৯ ওভারে ২২১/৫ (লুইস ৬৮, হোপ ৫৪; রেহান ৩/৪৩, টার্নার ১/৪২)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শাই হোপ।
সিরিজ : ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–১ ব্যবধানে এগিয়ে

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন