মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতে ‘এনএসএস’র পিলার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতের জন্য ২৭ জন অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ২৭০টি আরএসএস পিলার বিতরণ করা হয়েছে।
 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ার-পাড়া গ্রামে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেটের উদ্যোগে ও কুবা ইউএসএ’র অর্থায়নে টিলাগাঁও ইউপি কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিঃস্ব সহায়ক সংস্থা একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক সংস্থা। বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগে অতীতে অসহায় মানুষের পাশে যেভাবে ছিলো আগামীতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

সংস্থার নির্বাহী পরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, রাউৎগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল বাছিত, ইউপি মেম্বার জোনাব আলী, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক সমরেশ ও বিশিষ্ট সমাজসেবক হুসেন আহমদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ হিমেল স্পোর্টিং ক্লাবের সদস্য নয়ন, দিদার, রিপন, রেফুল প্রমুখ।

 

সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী জানান, সংস্থার মূল লক্ষ্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি আই-ক্যাম্প, স্যানেটারি লেট্রিন, টিউবওয়েল ও মিড ডে মিল বিতরণ। এসব কাজ আমরা বৃহত্তর সিলেট বিভাগে করে থাকি। এসব কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন