কালজয়ী ‘করণ অর্জুন’, রিমেকে হৃতিক ও রণবীর!

ভারতীয় কালজয়ী সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘করণ অর্জুনি’। রাকেশ রোশন পরিচালিত সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। তাদের বিপরীতে ছিলেন কাজল ও মমতা কুলকার্নি। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। আজও তা দর্শককে বিনোদিত করে।

সিনেমার গানগুলো আজও মনে জাগায় নস্টালজিয়া। সেইসঙ্গে এটাও উল্লেখ করা যায় ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করা রাখী গুলজারের মুখে ‌‘মেরা করণ অর্জুন আয়েগা’ সংলাপটি হিন্দি সিনেমায় দারুণ এক সংযোজন।

 

সিনেমাটি নতুন করে মুক্তি পাচ্ছে আগামী ২২ নভেম্বর। এই খবরে শাহরুখ-সালমানরা বেশ খুশি। তাদের ভক্তরাও আন্দোলিত নতুন করে আবারও পুরনো সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পেয়ে।

ছবিটি নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হলো তখন সাক্ষাৎকারে এটি নিয়ে কথা বলেছেন পরিচালক রাকেশ রোশন। তার কাছে জানতে চাওয়া্ হয় তিনি ‘করণ অর্জুন’- এর রিমেক করবেন কি না। পরিচালক রিমেক বা সিক্যুয়েল করার ধারণা পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

 

তবে তিনি বলেন, যদি আজকের দিনের জন্য এসআরকে এবং সালমান খানের চরিত্রে কাউকে কাস্ট করতে হয় তবে তিনি হৃতিক রোশনকে করন এবং রণবীর কাপুরকে অর্জুন হিসেবে কাস্ট করতেন।

‘আমি ‘করণ অর্জুন’ রিমেক বা সিক্যুয়েল বানাবো না। তবে যদি আজকের যুগে এই চরিত্র দুটি কাস্ট করার কথা ভাবি তাহলে হৃতিক রোশনকে করণ এবং রণবীর কাপুরকে অর্জুন হিসেবে চাইব,’ - রাকেশের ভাষ্য।

মজার ব্যাপার হলো, হৃতিক রোশন ‘করণ অর্জুন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

 

একই সাক্ষাৎকারে রাকেশ রোশন কেন শাহরুখ খানকে অর্জুন সিং এবং সালমান খানকে করন সিং হিসেবে বাছাই করেছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি জানান, সালমানের শারীরিক গঠন এবং তার আকর্ষণীয় চোখ ছিল গুরুত্বপূর্ণ। আর ফৌজি এবং কিং আঙ্কল সিনেমায় শাহরুখের অভিনয় খুব পছন্দ করেছিলেন রাকেশ। সেই অভিনয়গুলোই তাকে অর্জুন চরিত্রে কাস্ট করার অনুপ্রেরণা দেয়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন