দর্শক জমাতে পারছে না শাকিবের ‘দরদ’

শাকিব খান মানেই ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা। কানায় কানায় পূর্ণ থাকা প্রেক্ষাগৃহ। বিগত কয়েক বছর ধরে এমনই দৃশ্য দেখে আসছে দর্শকরা। তবে সেসব ঈদ উৎসবের দৃশ্য।

ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এমন রীতিই চলে আসছিল দীর্ঘদিন। তবে এবার সেই দৃশ্য কিছুটা বদলে গেল। গত পাঁচ বছরের ধারা ভেঙে এবার কোনো উৎসব ছাড়াই সিনেমা মুক্তি দিলেন শাকিব খান। মুক্তির প্রথম দিন শাকিবের স্টারডমের আমেজ থাকলেও ধীরে ধীরে দর্শক হারাচ্ছে সিনেমাটি।

 

গত কয়েক বছর ঈদে শাকিব অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন। কিন্তু ঈদ ছাড়া শাকিবের বাজার কতটা প্রসন্ন, এমন প্রশ্ন বহুবার উঠেছে। এবার পাওয়া গেল সে প্রশ্নের উত্তর। গত শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’।

এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। মুক্তির চার দিনেই দর্শক খরার মুখে পড়ে সিনেমাটি। সেভাবে দর্শক জমাতে পারছে না ‘দরদ।’

 

ঈদ ছাড়া সিনেমা মুক্তিতে রীতিমতো অগ্নিপরীক্ষায় ছিলেন শাকিব খান। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি।

এ ছাড়া সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে সিনেমাটি মুক্তির পরই পড়ে পাইরেসির কবলে। সামাজিক মাধ্যমে সিনেমাটির ত্রিশ মিনিট থেকে এক ঘণ্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পরিচালক আইনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান। 

 

কয়েক মাস আগে সিনেমাটি নিয়ে শাকিবভক্তদের মাঝে প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল। কিন্তু ক্রমান্বয়ে সেটা স্তিমিত হয়ে যায়। সমালোচকরা বলছেন, দরদ দিয়ে শাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেননি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি আরো কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির বাজার একেবারেই তলানিতে। তাই ঈদের বাজার ছাড়া সিনেমা মুক্তির ঝুঁকি কি শাকিব খান আগামীতে নেবেন কি না সেই প্রশ্নই এখন উঠে আসছে দর্শকমনে। 

‘দরদ’ একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া আরো অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন