সিলেট সীমান্তে প্রায় প্রতিদিনই চোরাই পণ্য আটকে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযান জব্দ করা হচ্ছে কোটি কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কাশ্মীরি হাজি শাল, শাড়ি, থ্রী পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেল এমকি অস্ত্র।
সর্বশেষ সিলেট ব্যাটালিয়ন ১৯ বিজিবি ও ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অভিযানে মঙ্গলবার (১৮ নভেম্বর) আটক করা হয় দুই কোটি টাকার চোরই পণ্য। বিজিবির এতো অভিযানের পরও থামছে না চোরাকারবারিদের তৎপরতা। সংশ্লিষ্টরা বলছেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি এ চলতি মাসের নভেম্বর ১০ থেকে ১৯ তারিখ পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা পণ্য জব্দ করা হয়েছে।
১০ নভেম্বর সিলেটের সীমান্ত এলাকা থেকে ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
এর পরের দিন ১১ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করে বিজিবি।
১২ নভেম্বর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।
এছাড়া ১৭ নভেম্বর সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৫১ লাখ ৯৩ হাজা ৭০০টাকা বলে জানায় বিবিজি।
১৪ ও ১৫ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা জব্দ করা।
১৫ ও ১৬ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পাথর উত্তোলনকারী নৌকাসহ ২ কোটি ৩৭ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
সর্বশেষ বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৯০ লাখ ৪ হাজার ৯২০ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।
এতে অভিযান ও জব্দের পরও বন্দ হচ্ছে না চোরাচালন।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন