সুনামগঞ্জ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

সুনামগঞ্জ মেডিকেল কলেজসহ দেশের ৩টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। গত ১৮ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মোঃ সারোয়ার বারী এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ’এর নাম পরিবর্তণ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজ নামকরণ করা হয়।
 

এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ এর পরিবর্তে হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ এর পরিবর্তে গোপালগঞ্জ মেডিকেল কলেজ নামকরন করা হয়।
 

 

 

প্রজ্ঞাপনে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
 

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর দিরাই সড়কের উভয়পাশে ৩৫ একর জমিতে মেডিকেল কলেজের বাস্তবায়ন করা হয়। গেল বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন