বিয়ানীবাজার ভূমি অফিসে ‘গণবদলি’

gbn

বিয়ানীবাজার সংবাদদাতা ,,

বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বেশীরভাগ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।
 

সরকারি পরিপত্রে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলির ক্ষেত্রে চারটি নির্দেশনা অনুসরণ করতে হবে।
 

 

 

সেগুলো হলো- মাঠ পর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেওয়া। মাঠ পর্যায়ে জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় ৩ বছরের বেশি সময় কর্মরত আছেন, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা।
 

এদিকে সরকারি নির্দেশণা অনুযায়ী বিয়ানীবাজার উপজেলা ভূমি কার্যালয়ের নাজির আব্দুন নূর, অফিস সহকারি শিপন আলী, লাউতার তফশিলদার শ্যামল সিংহ, শেওলার আব্দুল মোনায়েম ও কুড়ার বাজারের তফশিলদার আসিফুজাজামান রাসেলকে বদলী করা হয়েছে।
 

তবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, চেইনম্যান আব্দুল ওয়াদুদ যথা কর্মস্থলে রয়েছেন।

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন