মেসি-মার্তিনেজ নৈপুণ্যে জয়ে ফিরল আর্জেন্টিনা

লাউতারো মার্তিনেজের দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।

বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

 

 

বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ধাক্কা সামলে জয়ের আশায় ঘরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যদিও বার বার আক্রমণে উঠেও খেই হারিয়ে ফেলছিল মেসি-মার্তিনেজরা। বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল করতে পারেনি তারা। 

বিরতির পর ৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। 

 

এই গোলে এসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে (৫৮) ভাগ বসিয়েছেন মেসি। 

তবে ম্যাচে কোনো উল্ল্যেখযোগ্য আক্রমণই করতে পারেনি পেরু।

৬৬তম মিনিটে জানলুকা লাপাদুলা ও ৭৫তম মিনিটে সের্হিও পেনা দূর থেকে শট নিলেও, কোনোটাই লক্ষ্যের ধারেকাছেও ছিল না।

 

বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন