জমজমের পানি পানের যে নির্দেশনা দিল সৌদি আরব

জমজম কূপের পানি পানের সময় করণীয় নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। কাবা ও মসজিদে নববিতে রাখা জমজম কূপের পবিত্র এই পানি পানের সময় শান্ত অনুভব করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। খবর গালফ নিউজ।

মধ্যপ্রাচ্যের দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় কাবা ও মসজিদে নববিতে যখন কেউ জমজমের পানি করবেন তারা যেন আল্লাহর নাম স্মরণ করেন সে বিষয়টি মনে করিয়ে দিয়েছে।

 

একই সঙ্গে ডান হাতে পানি পান করাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে এই পানি যেন ছড়িয়ে-ছিটিয়ে না পড়ে।

এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অজু না করতেও অনুরোধ করেছে সৌদি আরব। পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্যও মুসল্লিদের অনুরোধ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন