শিক্ষামন্ত্রীর নাম জানালেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আরো একবার হোয়াইট হাউসে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ‘ট্রানজিশন টিম’ এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। হোয়াইট হাউজে ফেরার পর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নির্বাচিত এই ব্যক্তিরা।

এর অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডাব্লিউডাব্লিউই) সাবেক সিইও লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করেছেন।

 লিন্ডাকে বাবা-মার অধিকার আদায়ের ক্ষেত্রে একজন দক্ষ উকিল হিসেবে বর্ণনা করে ট্রাম্প একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা শিক্ষাকে রাজ্যে ফেরত পাঠাব এবং লিন্ডা সেই প্রচেষ্টার নেতৃত্ব দেবেন।’ 

 

লিন্ডা ম্যাকমোহন ট্রাম্পের ‘ট্রানজিশন টিমে’র একজন সহ-সভাপতি হিসেবে কাজ করছেন। ট্রানজিশন টিমকে সরকারের প্রায় ৪ হাজার পদ পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষায় লিন্ডার অভিজ্ঞতার বিষয়ে ট্রাম্প কানেকটিকাট বোর্ড অফ এডুকেশনে দুই বছর এবং একটি বেসরকারি ক্যাথলিক স্কুল স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটিতে ট্রাস্টি বোর্ডে ১৬ বছর কাজ করার কথা উল্লেখ করেছেন।

 

লিন্ডা ম্যাকমোহন ২০০৯ সালে মার্কিন সিনেটের জন্য লড়াই করতে ডাব্লিউডাব্লিউই ছেড়েছিলেন এবং ট্রাম্পের জন্য একজন প্রধান দাতা হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে তিনি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে আমেরিকান কর্মী কেন্দ্রের সভাপতিত্ব করেছেন।

মিলওয়াকিতে রিপাবলিকান কনভেনশনে লিন্ডা ম্যাকমোহন বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে একজন সহকর্মী এবং একজন বস, সেইসঙ্গে একজন বন্ধু বলার সুযোগ পেয়ে সম্মানিত। 

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ নিয়ে প্রচুর সমালোচনা করেছেন ট্রাম্প এবং এই বিভাগকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে শিক্ষা বিভাগ বন্ধ করার দায়িত্ব পড়বে লিন্ডার ওপর।

 

২০১৭ সালে লিন্ডা ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যার কাজ আমেরিকার লক্ষ লক্ষ ছোট ব্যবসাকে সমর্থন করা। দেশের প্রায় অর্ধেক বেসরকারি-খাতের কর্মীবাহিনীকে নিয়োগ দেয় তারা। তাকে মনোনীত করার সময় ট্রাম্প তার ব্যবসায়িক অভিজ্ঞতার দিকেও তুলে ধরেছে এবং ডাব্লিউডাব্লিউই-এর উন্নতিতে তার অবদানের কথাও বলেছেন। প্রশাসন ছাড়ার পর লিন্ডা ট্রাম্প-পন্থী আমেরিকা ফার্স্ট অ্যাকশন সুপারপ্যাক বা রাজনৈতিক অ্যাকশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

লিন্ডার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৮০ সালে স্বামী ভিন্স মিকম্যানের সঙ্গে পেশাদার কুস্তি ও বিনোদন প্রতিষ্ঠান ডব্লিউডব্লিউই প্রতিষ্ঠা করেন লিন্ডা। সেখানে অতিথি হিসেবে ট্রাম্পকে দেখা গেছে বেশ কয়েকবার।

একবার ডাব্লিউডাব্লিউই-এর মঞ্চে ট্রাম্প লিন্ডার স্বামী কিংবদন্তি কুস্তিগীর ভিন্স ম্যাকমোহনের শরীর নিয়ে উপহাস করেছিলেন এবং লাইভ টেলিভিশনে রেসলিং মঞ্চে তার মাথা ন্যাড়া করে দিয়েছিলেন।

সূত্র: এএফপি

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন