মঈন এখন ড. মঈন

মঈন আলী বললেই ক্রিকেটার পরিচয়টা ভেসে উঠবে সবার চোখের সামনে। তবে এখন থেকে তাকে শুধু আর ক্রিকেটার নয়, অন্য পরিচয়েও চিনতে হবে। আর তা হচ্ছে ডক্টরেট। অর্থাৎ ড. মঈন।

 

ক্রিকেটে অবদান রাখায় মঈনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। গত সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডারকে এই সম্মাননা দেয় ওয়েস্ট মিডল্যান্ডসের বিশ্ববিদ্যালয়টি। তার আগে কিছুদিন আগে হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভেন ফিনকে দিয়েছে। তারা ছাড়াও আরো অনেক ক্রিকেটার এই সম্মাননা ভূষিত হয়েছেন।

আবার ব্যতিক্রমও আছে। ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের মতো অনেকেই সম্মানের সহিত এই সম্মাননা প্রত্যাখানও করেছেন।

 

মঈনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার ব্যাখ্যায় কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় বিবৃতিতে লিখেছে, ‘ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি আমরা। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।

 

 

ওয়েস্ট মিডল্যান্ডসেই জন্মগ্রহণ করেছেন মঈন। নিজ শহরের বিশ্ববিদ্যালয় থেকে এমন সম্মানসূচক ডিগ্রি পেয়ে দারুণ আনন্দিত তিনি। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় এই সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়ার মুহূর্ত দারুণ। সাধ্যমতো সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি আমি।

এখন আমি আর ইংল্যান্ডের খেলোয়াড় নই। তবে এখনো মানুষ আমাকে বলে, তুমি খেলেছ বা যেভাবে খেলেছ, তা দেখেই আমি খেলি কিংবা আমার সন্তানেরা খেলে। কথাগুলো আমার খেলাধুলার সত্যিকার সাফল্য।’

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার প্রায় তিন মাস হতে যাচ্ছে মঈনের। গত সেপ্টেম্বরে দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারের পথচলা থামিয়েছেন তিনি। ক্যারিয়ারে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার সামনে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়েই মেতে থাকবেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন