সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 


মঙ্গলবার (১৯ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুন নুর বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

 

 

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাংচুর করার পর অগ্নিসংযোগ ঘটায়।

 

 

 

এ সময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেয় তারা। 

 

 

 

এ ছাড়া তারা অফিসে থাকা নগদ ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়।

 

 

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আখঞ্জ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে- এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন।

 

 

 

এ ছাড়া মামলাটি এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে মোখলেছুর রহমান বলেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

 

এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামী করে একটি মামলা করা হয়। সেই মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন