সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুন নুর বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাংচুর করার পর অগ্নিসংযোগ ঘটায়।
এ সময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেয় তারা।
এ ছাড়া তারা অফিসে থাকা নগদ ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আখঞ্জ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে- এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন।
এ ছাড়া মামলাটি এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে মোখলেছুর রহমান বলেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামী করে একটি মামলা করা হয়। সেই মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন