সামনে থেকে নেতৃত্ব দিয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব

জয় দিয়ে আবুধাবি টি-টেন শুরু করতে হলে শেষ ওভার করতে আসা বাংলা টাইগার্সের পেসার ডেভিড পেইনকে দারুণ কিছু করতে হতো। কিন্তু বাঁহাতি পেসার তা করতে পারেননি। ফল স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স।

জয় পেতে হলে ৬ বলে ১২ রানের সমীকরণ আটকে দিতে হতো পেইনকে।

কিন্তু ইংল্যান্ডের পেসার ১ বলেই ছক্কা হজম করলেন। দ্বিতীয় বলে দিলেন ১ রান। ফিরতি বলে করিম জানাত ছয় মেরে বাংলা টাইগার্সের আশা ধূলিসাৎ করে দিলেন। এর আগে অবশ্য দারুণ বোলিং করেছিলেন অধিনায়ক সাকিব।

সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। বোলিং কোটার ২ ওভারে ২ ব্যাটারকে আউট করে ম্যাচের ফল নিজেদের দিকে হেলে দিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ১৫ রানে তার শিকার দুই ব্যাটার হচ্ছেন ফাফ ডু প্লেসিস (২৯) ও প্রতিপক্ষের অধিনায়ক রোহান মুস্তাফা (৭)।

 

তবে পঞ্চম উইকেটে জ্যাক টেইলরের সঙ্গে ২০ বলে ৪০ রানের জুটি গড়ে স্যাম্প আর্মিকে ৩ বল হাতে রেখে জয় এনে দেন জানাত।

আফগানিস্তানের অলরাউন্ডারের ১৫ রানের বিপরীতে ২৭ রানে অপরাজিত থাকেন টেইলর।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ পায় বাংলা টাইগার্স। ৪ চার ও ৬ ছক্কায় ২২৯.৬২ স্ট্রাইকরেটে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন দাসুন শানাকা। কিন্তু ম্যাচ হারায় তার বিধ্বংসী ইনিংসটি কাজে আসেনি দলের। অন্যদিকে ৩৫ রানে অপরাজিত ছিলেন হজরতউল্লাহ জাজাই।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন