অভিজ্ঞদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আত্মবিশ্বাসী মিরাজ

‘পঞ্চপান্ডবের’ কোনো একজনকে ছাড়া প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ছাড়া টেস্ট ম্যাচ খেলে এবারই প্রথম স্কোয়াডেই নেই এই ৫ জনের কেউই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় তাই ‘বড় ভাইদের’ ছাড়াই খেলতে হবে বাংলাদেশ। মাথার উপর ছায়া হিসেবে তাদের না পাওয়ায় কঠিন পরীক্ষাই দিতে হবে মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের।

সঙ্গে চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। একই কারণে স্কোয়াডে থাকা হয়নি মুশফিকেরও। তবে সিনিয়ররা না থাকলেও সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মিরাজ আশাবাদী ভালো কিছু করবেন তারা।

 

গতকাল সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই অনেক সময় আমাদের খেলতে হয়।

মুশফিক চোটে পড়েছেন। সাকিব জানিয়েছেন তিনি অবসর নিতে যাচ্ছেন। কাজটা কঠিন। তারপরও বিশ্বাস আছে যে ভালো কিছু করতে পারব আমরা।

দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। এমন কন্ডিশনে পারফর্ম করার ভালোই সুযোগ রয়েছে তাদের।’

 

অভিজ্ঞ বলতে শুধু মমিনুল হকই আছেন। অভিজ্ঞদের এ সিরিজে না পেলেও নিজেরা দায়িত্বটা ভালোভাবে সামলাবেন বলে জানিয়েছেন মিরাজ।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামা অলরাউন্ডার বলেছেন, ‘আপনি যা বললেন, আমাদের এখন সিনিয়র খেলোয়াড় নেই। তবে দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞরাও আছে। আমার মতে দুই বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল আমরা। নেতিবাচক কিছু ভাবছি না। নিজেদের খেলার প্রতিই শুধু মনোযোগ দিচ্ছি।’

 

এখন দেখার বিষয় কতটা দায়িত্ব নিতে পারেন মিরাজ-লিটনরা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন