বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইট সদস্যদের সংবর্ধনা

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্যসহ তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এ সংবর্ধনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, মহান মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট এবং বিমানবাহিনীর অন্যান্য সদস্যদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে।

তাদের প্রাপ্য সম্মানের স্বীকৃতিস্বরূপ সশস্ত্রবাহিনী দিবস-২০২৪ উপলক্ষ্যে ঢাকার তেজগাঁওয়ের বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ২৯ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

বিমানবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময়, উপহারসামগ্রী প্রদান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।

বিমানবাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। বিমানবাহিনী প্রধান উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমানবাহিনীর জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র‌্যাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ।

অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

 

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলা ফ্লাইট সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমানবাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন