মৌলভীবাজার প্রতিনিধি \ আমাদের গ্রাম-বাংলার প্রায় হারিয়ে যাওয়া একটি উৎসবের নাম ‘পলো উৎসব’। কেউ কেউ আবার ‘পলো বাওয়া উৎসব’ বলে থাকেন । গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব ‘পলো বাওয়া’ (পলো দিয়ে মাছ ধরা)। এক সময় গ্রামে বর্ষা মৌসুম শেষ হলে বাঁশ দিয়ে তৈরি পলো দিয়ে নদী-নালা ও খাল-বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেতো। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই ‘পলো বাওয়া। আগে এ উৎসব সচরাচর দেখা গেলেও বর্তমানে খুব একটা চোখে পড়ে না। বর্তমানে এটি কালের বিবর্তনে হারিয়ে গেছে। হাইল-বিল বা বিস্তীর্ণ জলাশয় ঘিরে মাছ ধরার পলো উৎসব অনুষ্ঠিত হয়। অংশ নেন হাজারো মানুষ। তবে বিলুপ্তির পথে গ্রামীণ এ ঐতিহ্য ধরে রাখতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈতা ছড়ার দিকে হাইল হাওরের একটি বিলে আয়োজন করা হয় ‘পলো বাওয়া’ উৎসবের। দুপুর ১টা পর্যন্ত চলে বিলের মাছ ধরা। এতে কয়েক শ’ শৌখিন মাছ শিকারি অংশ নেন। সকালে হাজারো মানুষের ঢল নামে হাওরের বুকে। কারো হাতে পলো, কারো হাতে জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। দূরদূরান্ত থেকে হেঁটে আনন্দ-ফুর্তি করতে করতে মাছ ধরার উৎসবে এসেছেন নানা বয়সী মানুষ। উৎসবে কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নেন। সকাল থেকে উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈতাছড়ার হাইল হাওরের একটি বিলে শুরু হয় পলো বাওয়া। দল বেঁধে লোকজন বিলের মধ্যে পলো হাতে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। এ উৎসবের মধ্য দিয়েই স্থানীয়রা জানান দিল পুরোনো সংস্কৃতির। সকাল থেকে মনের আনন্দে পলো বাওয়া উৎসবে যোগ দেন উপজেলার ভুনবীর ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত মানুষ। আয়োজকরা জানান, ‘পলো বাওয়া’ গ্রাম-বাংলার ঐতিহ্য। অনেক পুরনো এ ঐতিহ্য ধরে রাখতেই আজকের এ আয়োজন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন