সুনামগঞ্জ :মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন "সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা ও সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) "প্রকল্প বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ এর সহযোগিতায় শিশু যত্ন কেন্দ্র ও সাতার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হয়েছে।
আদিবাসী উন্নয়ন সংস্থা (আউস)বাস্তবায়ন শান্তিগঞ্জে বৃহস্পতিবার দিন ব্যাপী পরিদর্শন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুব জামাল,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র সভাপতি মো.বুরহান উদ্দিন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম মিয়া,এপিএম সুনামগঞ্জ ও নির্বাহী পরিচালক আদিবাসী উন্নয়ন সংস্থা (আউস) উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শিশু যত্নশীল করে গড়ে তুলতে হবে।আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলা সকলের লক্ষ হওয়া প্রয়োজন।##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন