সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |
পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের দক্ষিণ গেট সংস্কার ও ঢাকার নবাব পরিবারের ভাবমূর্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় পুরান ঢাকার নবাবপুর রোডে অবস্থিত "নবাবপুর কমপ্লেক্স" এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ভিন্নধর্মী মতবিনিময় সভা। অ্যামেরিকা প্রবাসী ঢাকার নবাব পরিবার সম্পর্কীয় বিশ্লেষক খাজা আনাস এর উদ্যোগে এবং এমএসএন গ্রুপের কর্ণধার শাজাহান সিরাজ জুয়েল এর পৃষ্ঠপোষকতায় ঢাকার নবাব পরিবারের ভাতৃপ্রতিম সংগঠন বি ই এসোসিয়েশন ও মৌলভী আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্মানিত সদস্যদের নিয়ে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের দক্ষিণ গেট সংস্কার ও ঢাকার নবাব পরিবারের ভাবমূর্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) 'র পরিচালক খাজা জিয়া ও সোহরা নেসার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আহসান মনজিল জাদুঘরের কিপার ড: বি কে বণিক, জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ এর সাবেক সভাপতি স্থপতি আবু সায়ীদ মোস্তাক আহমেদ, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ রফিকুল ইসলাম, চিত্রনায়ক খাজা নাঈম মুরাদ, মৌলভী আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সাবেক সভাপতি খাজা সায়ীদ, বিশিষ্ট লেখক-গবেষক ও প্রকাশক মোহাম্মদ আরিফুর রহমান, এমএসএন গ্রুপের কর্ণধার শাজাহান সিরাজ জুয়েল প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত আরো ছিলেন ঢাকার নবাব পরিবারের জেবা খান,ফারহানা ইব্রাহিম, বি ই এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আমের ভাদুরি, খাজা এহসানুল হক, খাজা রাসেল, খাজা ওয়ায়েজ, সৈয়দ তাবব্রেজ হাসান, খাজা কালিম উল্লাহ, খাজা মোহাম্মদ নাদের, খাজা রাহমত উল্লাহ, খাজা গোলাম হাসান মুন্না, খাজা গরিব উল্লাহ, সাইয়েদ রাহবার হুসাইন, খাজা মোহাম্মদ মহসিন, দীপঙ্কর সিকদারসহ বি ই এসোসিয়েশন ও মৌলভী আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্মকর্তাবৃন্দ।
আলোচকগণ সহমত পোষণ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের দক্ষিণ গেট দ্রুত সংস্কার করার প্রস্তাব রাখেন।
এমএসএন গ্রুপের অর্থায়নে আহসান মঞ্জিলের দক্ষিণ গেট সংস্কার করার আশ্বাস দিয়ে শাজাহান সিরাজ জুয়েল বলেন, "সরকারি ভাবে সংস্কারে অনীহা পরিলক্ষিত হলে কিংবা আইনগত ও টেকনিক্যাল কোন প্রকার সমস্যা না থাকে তাহলে এমএসএন গ্রুপ এই সংস্কারে পৃষ্টপোষকতা করবে I"
মতবিনিময় সভায় আগত অতিথিদেরকে শাহী মোরগ পোলাও, কাশ্মীরি চা, বিস্কুট ও ঢাকাইয়া পনির দিয়ে আপ্পায়ন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন