মাস্টার্স অফ দ্য ইউনিভার্স গড়ে তুলবেন ইদ্রিস এলবা

লন্ডনে জন্ম নেওয়া জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবা। সম্প্রতি তিনি হাতে নিয়েছেন উচ্চাভিলাসী প্রকল্প। আফ্রিকাজুড়ে গড়ে তুলবেন ফিল্ম স্টুডিও। গত অক্টোবর এই খবরটি প্রকাশ হলে বেশ আলোচনার জন্ম দেয়।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, আফ্রিকার বিনোদনশিল্পকে বদলে দেওয়ার বাসনা নিয়েছেন গোল্ডেন গ্লোববিজয়ী অভিনেতা এলবা। আফ্রিকায় তার প্রথম স্টুডিও হবে জানজিবার দ্বীপে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার স্বায়ত্তশাসিত সাদা-বালির এই দ্বীপটিকে এলবা বৈশ্বিক বিনোদন কেন্দ্রের অংশ করতে চান।

 

স্বপ্নপূরণের ফাঁকে তিনি ভক্তদের ফাঁকি দিতে চান না। তাই যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ট্র্যাভিস নাইট অ্যামাজন এমজিএমের জন্য নির্মাণ করতে যাচ্ছেন ‌‘মাস্টার্স অফ দ্য ইউনিভার্স’ নামের ছবি। এতে অভিনয় করবেন ইদ্রিস এলবা।

সূত্র জানিয়েছে, এলবা ছবিতে ডানকান ম্যান-অ্যাট-আর্মস চরিত্রে অভিনয় করবেন। ছবিটি এসকেপ আর্টিস্টস এবং ম্যাটেলের যৌথ প্রযোজনা।

 

ছবিতে দেখা যাবে ডানকান হলেন একজন সৎ ও সাহসী মানুষ। বহুকাল ধরে রাজপরিবারের অস্ত্র বিশেষজ্ঞ এবং যুদ্ধ প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি ম্যান-অ্যাট-আর্মস নামেও পরিচিত। তিনি ডেকারের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন এবং গ্রেট আনরেস্টের এক বীর যোদ্ধা।

তিনি রাজা র‌্যান্ডরের আদেশে এলিট স্ট্রাইক ফোর্স তৈরি করেন। সেই ফোর্সকে তিনি ‘মাস্টার্স অফ দ্য ইউনিভার্স’ নামে পরিচিত করে তুলেন। ম্যান-অ্যাট-আর্মস এবং তার দত্তক কন্যা তীলা যাতে কোনও ধরনের অশুভ শক্তি ছড়িয়ে না পড়তে পারে সেজন্য প্রায়ই এটার্নিয়ার সীমানা পরিদর্শন করেন।

ছবিতে আলিসন ব্রি অভিনয় করছেন ইভিল-লিন চরিত্রে, নিকোলাস গ্যালিটজিন চরিত্রে অভিনয় করছেন হি-ম্যান এবং ক্যামিলা মেনডেস অভিনয় করছেন তিলার চরিত্রে। ছবির চিত্রনাট্য লিখেছেন ক্রিস বাটলার এবং প্রযোজনা করছেন টড ব্ল্যাক, জেসন ব্লুমেনথাল, রবি ব্রেনার এবং স্টিভ টিশ।

 

ইদ্রিস এলবা বর্তমানে ক্যাথরিন বিগেলোর একটি থ্রিলার ছবির শুটিং করছেন। যা নেটফ্লিক্সে আসবে। তিনি ‘সোনিক দ্য হেজহগ ৩’-এ নক্লস চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন