বিষ প্রয়োগে কুকুর হত্যা, তারকাদের ক্ষোভ

বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জয়া আহসান, তৌহিদ আফ্রিদি ও জ্যোতিকা জ্যোতির মতো তারকাগন। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ উগলে দিলেন এই তারকারা। ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেকেই।

সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তোলে বাসিন্দারা।

অভিযোগ আনা হয়, কুকুরগুলো সাধারণ মানুষজনকে কামড়েছে! এরপর বিষপ্রয়োগে হত্যা করা হয় কয়েকটি কুকুর ও বেড়ালকে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে অনলাইনে তীব্র নিন্দার ঝড় বইতে শুরু করে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে ফেসবুক। তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে নানা কথা লিখে যাচ্ছেন।

ক্ষোভ প্রকাশ করেছেন জয়া-জ্যোতিরাও।

 

1

বিষপ্রয়োগে হত্যা করা হয় কুকর ও বেড়ালকে (ছবি : ফেসবুক থেকে সংগৃহীত)

এক ফেসবুক পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি, স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে।

আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

 

এদিকে সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুদ্ধ এমন কর্মকাণ্ডে। প্রতিবাদের ভাষায় তিনি লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর।

আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’

 

এ ঘটনায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও ক্ষুব্ধ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মানুষ এতটা অমানুষ কিভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিলো, পারেনি। এবার করেই ফেলল।’

এ ঘটনায় নিন্দার পাশাপাশি থানায় জিডি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শনিবার (২৩ নভেম্বর) মোহাম্দপুরের আদাবর থানায় জিডি করেছেন তিনি।

জানা যাচ্ছে, খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বেওয়ারিশ কুকুরগুলোকে। আর এই অমানবিক কাজটি করেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরাও। এ ঘটনায় বিচারের দাবির পাশাপাশি প্রাণীকল্যাণ আইনের প্রয়োগ ঘটানোর আহ্বানও জানাচ্ছেন অনেকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন