বাংলাদেশে আসতে পারেন ব্রিটেনের রাজা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করছেন। ওই সফরের অংশ হিসেবে তারা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরে আসতে পারেন।

রাজপরিবারের একটি সূত্রের বরাতে ডেইলি মিরর জানিয়েছে, এ ধরনের সফরের পরিকল্পনা অত্যন্ত উত্সাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বৈশ্বিক মঞ্চে ব্রিটেনের কৌশলগত অবস্থানও মজবুত করবে।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার আক্রান্তের খবর প্রকাশ্যে নিয়ে আসে বাকিংহাম প্যালেস। চিকিৎসকরা জানান, রাজার চিকিত্সা ভালোভাবেই চলছে। তিনি ২০২৫ সালে সফরে বের হতে পারবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্প্রতি জি২০ সম্মেলনে বৈঠক হয়।

এর প্রেক্ষাপটে ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেন-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজপরিবারের সদস্যদের একটি ‘কূটনৈতিক মিশনে’ পাঠানোর পরিকল্পনা চলছে।

 

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য সফরটির পরিকল্পনা করছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ্ছে। এরই মধ্যে নরেন্দ্র মোদি ব্রিটেনের রাজা-রানির জন্য একটি সফরের বন্দোবস্ত করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

 

২০১৯ সালে তৃতীয় চার্লস ভারত সফর করেছিলেন। সে সফরের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তন, স্থায়িত্ব ও সামাজিক অর্থনীতি। চলতি বছরের অক্টোবরে সামোয়া থেকে ফেরার পথে বেঙ্গালুরুর সোকিয়া ইন্টারন্যাশনাল হলিস্টিক হেলথ সেন্টারে একটি যাত্রাবিরতি দেন রাজা তৃতীয় চার্লস। দীর্ঘ সফরের পর বিশ্রাম নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি ওই যাত্রাবিরতি দিয়েছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন