শিক্ষার্থীদের আপাতত নিজেদের লেখাপড়ায় মনোযোগী হতে বলেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের বলবো এখন আপনারা লেখাপড়ায় মনোযোগ দেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো। তার আগ পর্যন্ত সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমাকে স্যার বলার দরকার নেই। আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবো। আমাদের ভুল হলে শুধরে দেবেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত ‘১১তম জিএসসি ন্যাশনাল সাইনটিস্ট ম্যানিয়া’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম এ কলেজের সাবেক ছাত্র।
নাহিদ ইসলাম বলেন, জেন-জি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন-সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করতে পারে। তারা অলস নয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সন্মান দেওয়া হবে। পাশাপাশি শহীদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সে কাজটি আমাদের করতে হবে। আশা করি, যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন; সে প্রত্যাশা পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এ আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. মুহাম্মাদ শমশের আলী, সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এমন আমিনুল হক।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য সারওয়ার তুষার, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সরকারি বিজ্ঞান কলেজের সাবেক ছাত্র তারিকুল ইসলাম প্রমুখ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন