কোমলমতি শিক্ষার্থীদের মনন বিকাশে ক্লাস পার্টি শক্তি ও প্রেরণা যোগায় : অধ্যক্ষ মজিবুর রহমান

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

হৈ-হুল্লোড়, আড্ডা, খাবারের আয়োজন, ফটোসেশন, মনমাতানো গান , নাচ ও আবৃত্তি পরিবেশনের সমন্বয়ে ক্লাস পার্টি আয়োজন করেছে "সেন্টার পয়েন্ট স্কুল।" ক্লাস পার্টি উপলক্ষে নানা রঙের বেলুন, ফুল, ক্লাস রুমগুলো সুসজ্জিত করে এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন ভিন্ন মাত্রা যোগ করে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ জনপ্রিয় স্কুল "সেন্টার পয়েন্ট স্কুল" ক্লাস পার্টি ২০২৪ আয়োজন করে। শ্রেণি ভিত্তিক কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং "সেন্টার পয়েন্ট স্কুল" এর অধ্যক্ষ মজিবুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার পয়েন্ট স্কুলের প্রধান উপদেষ্টা ও নবকুমার স্কুল ও ড. মোহাম্মদ শহীদুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আবদুল হালিম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেসমিন বানু, কবি ও সাংবাদিক কাজী তাইফুরুল করিম এবং সম্মানিত শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, "লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানও মানুষের মনের বিকাশ ঘটায়। কারণ আনন্দহীন শিক্ষা শিক্ষার্থীদের যেমন মেধার বিকাশ ঘটায় না, তেমনি সে রকমের শিক্ষা ছাত্র-ছাত্রীরা বেশিক্ষণ মনেও রাখতে পারে না। এই আনন্দ শিক্ষার্থীদের নতুন ক্লাসে ভালভাবে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ যোগায়। মূলতঃ কোমলমতি শিক্ষার্থীদের মনন বিকাশে ক্লাস পার্টি শক্তি ও প্রেরণা যোগায়।"

ক্লাস পার্টির বর্ণিল এই উৎসবে গান, নাচ, অভিনয়, আবৃত্তি, খাবারের আয়োজন, ফটোসেশন কোনোটিই বাদ যায়নি।

এর আগে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও উজ্জীবনী বক্তব্য প্রদান করেন। এরপরেই শুরু হয় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় নাচে-গানে, আবৃত্তি ভাবের আদান-প্রদান ইত্যাদির মধ্য দিয়ে জমে ওঠে ক্লাস পার্টি এবং উপভোগ করে স্কুল শিক্ষার্থী।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন