আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে দাপটের সঙ্গে খেলার কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। সতীর্থদের সঙ্গে নিয়ে সেই কথাও রেখেছেন বাংলাদেশের অধিনায়ক। আজ মিরপুরে প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ই পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া ১৫৪ রানের জয়টি নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানের জয় বাংলাদেশের।

আগের সর্বোচ্চ ছিল ১১৯ রানের। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে জিতেছিলেন জ্যোতিরা। সেই ম্যাচে ২৫০ রান করে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছিল বাংলাদেশ। আজ এমন বিব্রতকর রেকর্ড থেকেও প্রোটিয়া মেয়েরা মুক্তি পেয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেছে বাংলাদেশ।

 

6363

প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত ৯৬ রানের ইনিংস খেলার পথে শারমিন আক্তার সুপ্তা। ছবি : কালের কণ্ঠ, মিরপুর থেকে

এমন রেকর্ড জয়ের মূল কারিগর শারমিন আক্তার সুপ্তা। দেড় বছর পর খেলতে নেমে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।

তবে ৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটার। ১৪ চারের ইনিংসটিতে কিছুটা আক্ষেপ থাকলেও একটা জায়গা রেকর্ডই গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী ব্যাটার। ৪১ বলে ফিফটি পূর্ণ করেছেন তিনি। আগের দ্রুততম ছিলেন রুমানা আহমেদ, পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে।

 

সুপ্তার দুর্দান্ত ইনিংসের আগে অবশ্য দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক পিংকি ও মুর্শিদা খাতুন। ওপেনিং জুটিতে ৫৯ রান যোগ করেন তারা। ৩৮ রানে মুর্শিদা ফিরলেও ফিফটি করেছেন পিংকি। ৬১ রানের ইনিংসটি খেলার পথে দ্বিতীয় উইকেটে সুপ্তার সঙ্গে ১০৪ রানের জুটি গড়েছেন পিংকি। পরে ২৮ রানের একটা ইনিংস খেলে দলীয় সর্বোচ্চ ২৫২ রানের রেকর্ড গড়তে অবদান রেখেছেন অধিনায়ক জ্যোতিও।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে আয়ারল্যান্ড। প্রতিপক্ষের ১০ রানে ২ উইকেট তুলে নেন মারুফা আক্তার। ইনিংসের তৃতীয় ওভারে পর পর দুই বলে ২ ‍উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই পেসার। পরে অবশ্য তার পূর্ণতা পাননি। তার সেই উইকেট উদযাপনে পরে যোগ দেন অন্য বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পরে ৯৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন ওপেনার সারাহ ফোর্বেস। বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অফস্পিনার সুলতানা খাতুন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন