প্রাইভেটকারে বিদেশি মদ সহ নবীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি হাবিব সহ ৩জন পুলিশের খাচাঁয়

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
সিলেটে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৫শে নভেম্বর) সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭টায় দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কের ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮)-কে আটক করে পুলিশ তল্লাশী চালিয়ে তাদের বহনকৃত গাড়িতে থাকা তিন ব্যাক্তিদের সাথে থেকে ২ বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার, ১ বোতল ওয়াইট ওয়াইন ব্রান্ডের স্পার্কলার সহ ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এবং তিনজনকে আটকও করা হয়েছে।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হাসনাত (২১), নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহবায়ক আখলিছ মিয়ার পুত্র হাবিবুর রহমান হাবিব (৩৮) ও নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর পুত্র বজলু চৌধুরী (৫৫)।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আটককৃত ৩জনকে হবিগঞ্জ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর জেল হাজতে প্রেরণ করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন