জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। দুই যুগের বেশী সময় ধরে গান করছেন তিনি। তার নেক গানই শ্রোতাদের পছন্দের শীর্ষে।
সম্প্রতি নতুন গান নিয়ে এসেছেন তাহসান। কাল আর্মি স্টেডিয়ামে গাইবেন আতিফ আসলামের সঙ্গে। এর মধ্যেই যুক্ত হলেন শাকিব খানের ব্যবসাপ্রতিষ্ঠানে। গান ও বর্তমান ব্যস্ততা নিয়ে তাহসান কথা বলেছেন কালের কণ্ঠের সঙ্গে।
শুনেছেন কামরুল ইসলাম।
নতুন গানের বয়ান
২২ নভেম্বর কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘ভুলে যাব’। তাহসানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি গায়ক মুজা। প্রকাশের পর মাত্র চার দিনেই গানটির ভিউ প্রায় ১৪ লাখ।
নতুন এই গান নিয়ে তাহসান বলেন, “ক্যারিয়ার তো অনেক বছরের। একেক সময় একেক রকম গান করেছি। এখন এই গানটি নতুন জেনারেশনের মিউজিক প্রডিউসার সঞ্জয় ও মুজার সঙ্গে করেছি, ভালো লেগেছে। সব ধরনের লিরিক, সুরে গান করার অভ্যাস হয়ে গেছে। তবে এ ধরনের বিটের গান অনেক দিন করা হয়নি।
ফলে ‘ভুলে যাব’ করে বেশ লেগেছে।”
ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া
‘ভুলে যাব’ প্রকাশিত হওয়ার পর থেকে তাহসান ভক্তদের অনেকে যেমন আনন্দিত, আবার কারো কারো মন ভার। তারা চিরচেনা ঢঙেই প্রিয় গায়কের গান শুনতে চান। সে প্রসঙ্গে ‘আলো’ গায়কের ভাষ্য, ‘যখনই নতুন গান করি, এ রকমটা দেখা যায়। যারা আমার নিজস্ব ঢঙের গান শুনতে পছন্দ করে, তারা বলে সে রকম গানই করতে। আবার নতুন কিছু না করলে বলে, ‘ভাই একই রকম হয়ে যাচ্ছে!’ সবাইকে চিন্তা করেই কাজ করতে হয়। যারা মনে করে নতুন কিছু করা দরকার, তাদের জন্য এই গান। আর যারা আমার ঘরানার গান পছন্দ করে, তাদের জন্য মাসখানেক পর একটি গান আসবে।’
যেভাবে ভুলে যাব
সাধারণত নিজেই নিজের গান করেন তাহসান। অন্যের কথা-সুরে খুব কম গানই করেছেন। নতুন গানটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে বললেন, ‘কাইনেটিক মিউজিক বাংলাদেশের আর্টিস্টদের নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে। আমার সঙ্গেও দীর্ঘদিনের যোগাযোগ। তারা অনেক দিন ধরে চাচ্ছিল আমার সঙ্গে গান করবে, সঞ্জয় ও মুজাও সঙ্গে থাকবে। মাঝে কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলাম। তখন লস অ্যাঞ্জেলেসে সবার সাক্ষাৎ হয়, গানটাও তখন তৈরি করা হয়েছিল। হলিউডের দারুণ একটা ম্যানশনে ভিডিও ধারণ করা হলো, নির্দেশনা দিয়েছেন দক্ষিণ আমেরিকান নির্মাতা। সব মিলিয়ে ভালোই লেগেছে।’
অপরিচিত ছায়াছবি
‘ভুলে যাব’ রেশের মধ্যেই নতুন আরেকটি গানের খবর দিলেন তাহসান। শিরোনাম ‘অপরিচিত ছায়াছবি’। গানটির কথা, সুর ও সংগীত তাহসানের। এরই মধ্যে ভিডিওচিত্রের শুটিং সম্পন্ন, চলছে সম্পাদনা। প্রকাশিত হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। তাহসান জানান, এই গানটির পৃষ্ঠপোষকতা করছে রিমার্ক-হারল্যান, যে প্রতিষ্ঠানের সঙ্গে ২৫ নভেম্বর শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন গায়ক-অভিনেতা। রিমার্কের পরিচালক শাকিব খান তাকে বরণ করে নেন। তাহসান বলেন, ‘রিমার্কের সঙ্গে আমার যে চুক্তি হয়েছে, সেটা অনুযায়ী নিয়মিত গান করব। আর তারা আমাকে সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে সহযোগিতা করবে। আপাতত ১২টি গানের চুক্তি হয়েছে। এক মাস পর পর গানগুলো প্রকাশ্যে আসবে।’
রিমার্কে তাহসানের ভূমিকা
লিখিতভাবে চুক্তিবদ্ধ তো হলেন, তবে রিমার্কের হয়ে আসলে কী করবেন? ‘শুভেচ্ছাদূত হিসেবে যা করার, তা তো করবই। তবে বিশেষ করে আমার জন্য যেটা আনন্দের, তা হলো আমার মৌলিক গানে তারা বিনিয়োগ করবে। একজন আর্টিস্টের জন্য সবচেয়ে লোভনীয় ব্যাপার হলো মৌলিক গান করতে পারা। সেই কাজে তাদের পৃষ্ঠপোষকতা পাব। আর বাংলাদেশি ব্র্যান্ড যেহেতু বৈশ্বিকভাবে সুনাম অর্জন করতে চাচ্ছে, বৈশ্বিক মানের গানে বিনিয়োগ করতে চাচ্ছে, সেটা অবশ্যই ইতিবাচক দিক। এর মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ডের ব্র্যান্ড যেমন গড়ে উঠবে, তেমনি বিশ্বমানের গানও তৈরি হবে,’ বললেন তাহসান।
কনসার্ট নিয়ে উচ্ছ্বাস
আগামীকাল ঢাকার আর্মি স্টেডিয়ামে হবে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট। ব্লু ব্রিক কমিউনিকেশনসের আয়োজনে এই কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। দেশের তারকা হিসেবে এতে পারফরম করবেন তাহসান। তিনি বলেন, ‘বড় পরিসরে কনসার্টটি হতে যাচ্ছে। ওরাইমোর [পৃষ্ঠপোষক] কয়েকটি পণ্য বাজারে আসবে, যার সঙ্গে আমিও যুক্ত আছি। তাই এক্সাইটেড। কনসার্ট যেমন মানুষ উপভোগ করবে, তেমনি আমাদের পণ্যগুলোও তাদের ভালো লাগবে বলে আশা করি। আর আতিফ আসলামকে মানুষ অনেক ভালোবাসে, অনেক দিন পর আবার আসছেন। সব মিলিয়ে অনেক এক্সাইটেড।’
আতিফ নিয়ে দুই বাক্য
সাধারণ শ্রোতা তো বটেই, শিল্পীদের অনেকেও আতিফ আসলামের গান পছন্দ করেন। তাহসানও এই শিল্পীর গান শোনেন। তবে আগে কখনো তাদের আলাপ-সাক্ষাৎ হয়নি। আতিফের প্রসঙ্গ তুলতেই তাহসান বললেন শুধু দুটি বাক্য, ‘আগের কোনো স্মৃতি নেই। ছোটবেলা থেকে তার গান শুনেছি, ভালো।’
অভিনয়ের সম্ভাবনা
জুনে তাহসান জানিয়েছেন, তিনি কণ্ঠনালির সমস্যায় ভুগছেন। যদিও রোগটি তার শরীরে বাসা বেঁধেছে ছয় বছর আগে। তবে বুঝতে পারার পরই চিকিৎসা নেওয়া শুরু করেছেন শিল্পী। এখন অনেকটা ভালোর দিকে বলেও জানালেন তাহসান। সব শেষে তার কাছে জানতে চাওয়া, অভিনয়ে নতুন কিছু করছেন কি না? তার জবাব, ‘আপাতত গান নিয়ে ব্যস্ত আছি। তবে যদি ভালো চিত্রনাট্য পাই, অভিনয় করব।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন