গ্লোবার সুপার লিগে হার দিয়ে আসর শুরু করল বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সুপার ওভারে রংপুর হেরেছে হ্যাম্পশায়ারের কাছে।
গ্লোবাল সুপার লিগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হ্যাম্পশায়ারের কাছে রংপুর হেরেছে সুপার ওভারে।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার।
শান মাসুদের ৫৬ রান, আলী ওর ২৮ এবং টম পার্স্টের ১২ রানে এ রান তোলে দলটি।
রংপুরের হয়ে ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল ৪ ওভারে ২৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হরমিত সিং নিয়েছেন ২ উইকেট।
জবাবে খেলতে নেমে শুরুটা দারুণ করে রংপুর।
সৌম্য ও টেইলরের ওপেনিং জুটি থেকে আসে ৪৬ রান। তবে এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে দলটি। রংপুরের হয়ে সৌম্য ২৭, নুরুল হোসেন ২৪, খুশদিল ২৫ এবং স্টিভেন টেইলরের ব্যাট থেকে আসে ২০ রান। তারপরও জেতার জন্য তা যথেষ্ট চিল না।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১২ রান করে রংপুর। জবাবে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যাম্পশায়ার। রংপুরের পরের ম্যাচ আগামী ১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন