জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। প্রধান উপদেষ্টাও বলেছেন জাতির একতা চান। ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবার মধ্যে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরো ছিলেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

বৈঠকে চট্টগ্রামের বিষয় নিয়ে বৈঠকে আলাপ হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব। তিনি জানান, প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বলেছেন।

 

চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রেসসচিব বলেন, ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছেন বলেও জানান তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন