মুক্তির অপেক্ষায় বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা ‘পুষ্পা ২’। তিন বছর ধরে সিনেমাটির অপেক্ষায় দর্শকবৃন্দ। ৫ ডিসেম্বর পর্দায় বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। আর পুষ্পা ঘিরে দর্শক উন্মাদনা চোখে পড়ার মতোই।
বাকি তারকারাও পুষ্পার সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে ভিড়তে চান না। তাই ডিসেম্বরে কোনো বিগ বাজেটের সিনেমার মুক্তির তারিখও রাখা হয়নি। একমাত্র ভিকি কৌশলের নতুন চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তি পাবে ডিসেম্বরে।
তবে পুষ্পার দাপটে মুক্তি পিছিয়ে দেওয়া হলো ‘ছাভা’র।
সিনেমাটির নির্মাতারা মুক্তির তারিখ ২০২৪ সালের ডিসেম্বর থেকে পিছিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করেছেন। বুধবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এই খবরটি শেয়ার করেছেন। আল্লু অর্জুনের ‘পুষ্পা ২ : দ্য রুল’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতেই ‘ছাভা’-এর নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় তরণ আদর্শ তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভিকি কৌশল, রাশ্মিকা মান্দানা, অক্ষয় খান্নার ‘ছাভা’ নতুন মুক্তির তারিখ ঘোষণা করল।
ছাভা আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের জয়ন্তীর হওয়ায় ওই মাসেই এই সিনেমা মুক্তির কথা ভাবা হয়েছে। এতে সিনেমা মুক্তির দিনের তাৎপর্য আরো কিছুটা বেড়ে যায়।
প্রাথমিকভাবে চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালের ৬ ডিসেম্বর ছাভা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’।
এই তেলেগু অ্যাকশন ড্রামার বিশাল হাইপ যে রয়েছে তা বলাই বাহুল্য। তাই খুব স্বাভাবিক ভাবেই ‘পুষ্পা ২’-এর যে পাল্লা ভারী হবে তা নিয়ে সবাই মোটামুটি নিশ্চিত। আর তার ফলস্বরূপ ‘ছাভা’ যে ব্যবসায়িক দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, তার আশঙ্কাও যথেষ্ট ছিল। সম্ভবত সে কারণেই নির্মাতারা সিনেমাটি মুক্তির দিনটি পরিবর্তন করে অন্য তারিখে মুক্তি দেওয়াকে নিরাপদ বলে মনে করেছেন নির্মাতারা।
মারাঠাসম্রাট শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনীমূলক চলচ্চিত্র ‘ছাভা’। দীনেশ বিজন প্রযোজিত এবং লক্ষ্মণ উতেকার পরিচালিত সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। সম্ভাজির ডাকনামে এই সিনেমার নাম ‘ছাভা’, মারাঠি ভাষায় যার অর্থ ‘সিংহ শাবক।’ শিবাজি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা, অর্থাৎ সিংহ, আর তার পুত্র ‘ছাভা’।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন