আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যা বলছে ইসকন বাংলাদেশ

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ইসকন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার মর্মান্তিক অকালমৃত্যু আমাদের মর্মাহত করেছে।

 

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

 

ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই।

 

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন