বড় আক্রমণ নিয়ে সিরিয়ায় আলেপ্পোয় বিদ্রোহীরা

বড় ধরনের আক্রমণ চালিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। এরই মধ্যে তারা দখল করে নিয়েছে আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কিছু অঞ্চল। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ দুই পক্ষের ২৪২ জন নিহতের খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত বুধবার থেকে আলেপ্পো ও ইদলিব প্রদেশে আক্রমণ চালিয়ে বেশ কিছু শহর ও গ্রাম দখল করার কথা জানিয়েছে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর সহযোগী সংগঠনগুলো।

বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার পাশাপাশি রুশ বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে।

 

২০১১ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ওপর বাশার আল-আসাদ সরকারের সহিংস হামলার পর শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

২০২০ সালে আসাদের প্রধান মিত্ররাষ্ট্র তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় ইদলিবে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল সিরিয়া সরকার। এরপর সহিংসতা একরকম থেমে গেলেও মাঝেমধ্যে এ অঞ্চলে সংঘর্ষ, বিমান হামলা ও গোলাবর্ষণের খবর যায়।

 

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন জানান, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বড় আক্রমণ চালিয়েছে বিদ্রোহীরা। এর জবাবে রাশিয়া কয়েক মাস পর সিরিয়ায় আবার বিমান হামলা শুরু করেছে। সিরিয়ার সামরিক বাহিনী তাদের ড্রোন হামলা ও গোলাবর্ষণ বাড়িয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, সহিংসতার মাঝে আলেপ্পো থেকে প্রায় ১০ হাজার শরণার্থী ইদলিবে আশ্রয় নিয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন