সান্ত্বনার জয় নয়, হ্যাটট্রিক হার সঙ্গী সাকিবদের

আবুধাবি টি-টেনে হ্যাটট্রিক জয়ের সুযোগ পেয়েছিল বাংলা টাইগার্স। সেই সুযোগের সদ্ব্যবহার করতে অবশ্য ব্যর্থ হয় তারা। তবে এবার উল্টো চিত্রটা দেখতে হলো তাদের। হ্যাটট্রিক হারে টুর্নামেন্ট শেষ করেছে সাকিব আল হাসানের দল।

 

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া আগেই নিশ্চিত হয়েছিল বাংলা টাইগার্সের। আজ নিজেদের শেষ ম্যাচে তাই সান্ত্বনার জয়ের লক্ষ্যে নামছিল তারা। তবে সেই জয় ভাগ্যও তাদের কপালে জোটেনি। উল্টো ইউপি নবাবের কাছে ৭ উইকেটের বিশাল পরাজয়ই দেখেছে বাংলা টাইগার্স।

১২ বল হাতে রেখে পাওয়া জয়ে শেষ চারে নিজেদের সুযোগ পাওয়ার কাজটা কিছুটা করে রেখেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা নবাবের ভাগ্য ঝুলছে ৪ থেকে ৬ নম্বরে থাকা দলগুলোর ম্যাচের ফলের ওপর।

 

আবুধাবিতে ৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইউপি নবাবের অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও তার সতীর্থরা ঠিকই ম্যাচ জিতিয়েছেন। বিশেষ করে ৩৬ রান করা আভিষ্কা ফার্নান্দো ও ২৭ রান করা আন্দ্রে ফ্লেচার।

আর শেষ দিকে ৫ বলে ২ ছক্কা ও ১ চারে ১৯ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন নাজিবুল্লাহ জাদরান।

 

এর আগে ওপেনিংয়ে দারুণ শুরুর পরও  স্কোর বড় করতে পারেনি বাংলা টাইগার্স। উদ্বোধনী জুটিতে ৪৪ রান এনে দিয়েছিলেন দুই আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই (২৪) ও মোহাম্মদ শেহজাদ (২৩)। তবে চার-ছক্কার ম্যাচে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন তারা। ইনিংস সাজাতে জাজাইয়ের ২৩ বলের বিপরীতে শেহজাদ খেলেন ১৭ বল।

শেষ দিকে ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস খেলে দলকে ৮৭ রান এনে দেন ইফতিখার আহমেদ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন