মৌলভীবাজার প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জেলার ২০টি স্থানে ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ১৬২টি মামলায় ২৭ হাজার ১ শত ৫০ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার দূপুরে শহরের কুসুমবাগ, আদালত এলাকায়, বেজবাড়ি মোড়, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে কিছু মাস্ক বিতরণ করেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহবান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং অন্যান্য ব্যক্তিবর্গ
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন