ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় আসলেই যুদ্ধ শেষ হবে -জেলেনস্কির দাবি

gbn

ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে ন্যাটোর ছায়াতলে নেওয়া হলে যুদ্ধের ‘উত্তপ্ত পর্ব’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে দেশটির এক-পঞ্চমাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া। জেলেনস্কির মতে, ন্যাটো যদি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো ‘কূটনৈতিক উপায়ে’ মুক্ত করার চেষ্টা করবেন।

 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ন্যাটো সদস্যপদ গ্রহণের জন্য তিনি প্রস্তুত। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার পুরো ইউক্রেনকেই জোটের আওতাভুক্ত করার প্রস্তাব থাকতে হবে।

 

তিনি বলেন, একটি দেশের কেবল এক অংশকে আমন্ত্রণ জানানো সম্ভব নয়। কারণ এতে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে, ইউক্রেন কেবল ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এবং বাকি অংশ রাশিয়ার।

জেলেনস্কি আরও বলেন, অনেকেই যুদ্ধবিরতির প্রস্তাব করছেন। কিন্তু রাশিয়া আবার আক্রমণ করলে তা ঠেকানোর মতো কোনো ব্যবস্থা না থাকলে, সেই যুদ্ধবিরতি খুব বিপজ্জনক। একমাত্র ন্যাটো সদস্যপদই সেই নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে।

 

তিনি বিশ্বাস করেন, ইউক্রেনের মিত্রদের যথেষ্ট সংকল্প থাকলে যুদ্ধ আগামী বছরই শেষ হতে পারে। এর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী এবং আগামী কয়েকদিনের মধ্যে ট্রাম্পের কর্মকর্তাদের কাছে একটি দল পাঠানোরও পরিকল্পনা করছেন।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন