সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজ ১লা ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নিরাপদ সঅক চাই মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মকবুল হোসাইন খাঁন এর সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় র্যালীর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নিসচা মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সহকারী কমিশনার সোহাগ মিলু, সাংবাদিক হোসাইন আহমদ, নির্বাহী সদস্য নৌশাদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ও টিভি ওয়ান প্রতিনিধি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, দেওয়ান মোনাকিব চৌধুরী, কামরুল হাসান, মাসুম আহমদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা নিরাপদ সড়ক চাই এর গুরুত্ব আরো বাড়ানোর দাবী জানান এবং জনগনের সচেতনতা বৃদ্ধির জন্য আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন