বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল। তরুণ নির্মাতা রায়হান রাফির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহিদ হাসান। জানা গিয়েছিলো এটাও সেই সিরিজে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘিও। চলতি বছরের ৮ অক্টোবর এমন খবর প্রকাশ হয় গণমাধ্যমে।
নতুন খরব হচ্ছে, এরই মধ্যে এই সিরিজের শুট শেষ করেছেন রাফি; নাম ‘যাহা বলিব মিথ্যা বলিব’। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই সিরিজের গল্প। একটি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরিজে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। প্রথমে প্রার্থনা ফারদিন দীঘির নাম শোনা গেলেও তিনি এই সিরিজে অভিনয় করেননি জানা জানিয়েছেন দীঘি।
এ প্রসঙ্গে মন্তব্য জানতে রায়হান রাফির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সাড়া মেলেনি। ‘যাহা বলিব মিথ্যা বলিব’ একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত হলেও প্রথমে সিরিজটি সিনেমা হলে মুক্তি দেয়া হচ্ছে বলে জানা গেছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন