বর্তমানে ওটিটিতেই ডুব দিয়েছেন বিনোদনপ্রেমীরা। সিনেমা হোক কিংবা সিরিজ, ওটিটিই এখন মানুষের প্রধান ভরসা। ওটিটির জগতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও থেকে হটস্টার, এমন অনেকগুলি প্ল্যাটফরম রয়েছে, যেখানে প্রতিদিন কোনও না কোনও ওয়েব সিরিজ দর্শকদের বিনোদন দেওয়ার জন্য হাজির। কিছু ওয়েব সিরিজ এতটাই জনপ্রিয়, যেগুলোর প্রথম সিজন মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।
এখন এর পরবর্তী সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিছু সিনেমা যেগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, এখন ওটিটি-তে মুক্তির জন্য প্রস্তুত। আজ আমরা বিশেষ ৬ টি ওয়েব সিরিজ এবং সিনেমা সম্পর্কে বলব, যা ডিসেম্বর মাসে ওটিটিতে মুক্তি পাচ্ছে।
স্কুইড গেম ২
‘স্কুইড গেম’প্রেমীদের জন্য অপেক্ষা প্রায় শেষ।
বিশ্বব্যাপী জনপ্রিয় এ সিরিজের অত্যন্ত প্রতীক্ষিত দ্বিতীয় সিজন নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। প্রথম সিজন মুক্তির পর এটি বিশ্বব্যাপী তোলপাড় ফেলে দেয়। নেটফ্লিক্সের সবচেয়ে লাভজনক প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই দ্বিতীয় সিজন মুক্তির অপেক্ষায় ভক্তরা।
সিরিজটি পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক এবং অভিনয় করেছেন লি জং-জে, ওয়াই হা-জুন, লি বাইং-হুনসহ অনেকে। আগের সিরিজের মতো দ্বিতীয় সিরিজ নিয়ে মুখিয়ে আছেন ভক্তরা। অপেক্ষা করছেন প্রিয় চরিত্রগুলোর অভিনয়ের পাশাপাশি রোমাঞ্চকর গেমগুলো দেখার জন্য।
অগ্নি
শহরের বুকে ছড়িয়ে পড়ছে আগুন। দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র? উত্তর খোঁজার আগে জরুরি সময়ের চেয়েও দ্রুত গতিতে ভয়ঙ্কর আগুন নিয়ন্ত্রণে আনা।
সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা। আর এই কাজেই ঝাঁপিয়ে পড়ে কয়েকজন অকুতোভয় মানুষ। ফায়ার ফাইটার্সদের কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে মূল চরিত্র দুটি। ভিত্থল এবং তাঁর জামাইবাবু সমিত। ভিত্তল দমকলকর্মী, সমিত পুলিশ অফিসার। ব্যক্তিগত জায়গায় তাঁদের অনেক মতপার্থক্য রয়েছে। কিন্তু ব্যক্তিসত্ত্বাকে দূরে সরিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে একসঙ্গে হাত মেলায় দুজনে।
রাহুল ঢোলাকিয়া পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মা, সায়ামি খের, সাই তমহানকর, জিতেন্দ্র যোশী। আমাজন প্রাইম ভিডিওতে ৬ ডিসেম্বর মুক্তি পাবে ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত ওটিটি অরিজিনাল ফিল্ম অগ্নি।
ব্ল্যাক ডাভস
ব্রিটিশ এ স্পাই সিরিজটি তৈরি করেছেন জো বারটন। এর কাহিনি হেলেনের ওপর ভিত্তি করে এগোতে থাকে। হেলেন এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করে কিন্তু সে সময় তার গোপন পরিচয়ের কথা সে ভুলে যায়। যখন তার প্রেমিক লন্ডনের বিপজ্জনক অপরাধ জগতের শিকার হয়ে পড়েন, তখন হেলেনের নিয়োগকর্তারা তাকে রক্ষার জন্য স্যামকে পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তীকালে হেলেন নিজেই এক বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়েন।
এ সিরিজে অভিনয় করেছেন কিরা নাইটলি, বেন উইশো, সারা ল্যাঙ্কাশায়ার, আন্দ্রিয় কোজি, ওমারি ডগলাস, ক্যাথরিন হান্টার এবং ট্রেসি উলম্যান। সিরিজটি পরিচালনা করেছেন জো বার্টন। এটি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ৫ ডিসেম্বর।
আমরণ
শিবা কার্তিকেয়ানের সবশেষ তামিল অ্যাকশন সিনেমা ‘আমরণ’ অসাধারণ সফলতা অর্জন করেছে। ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ব্যবসা সফল হিসেবে আত্মপ্রকাশ করেছে সিনেমাটি। এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় পেরিয়ে গেছে, যা এটিকে একটি ব্লকবাস্টার সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিনেমাটি পরিচালনা করেন রাজকুমার পেরিয়াসামি এবং শিবাকার্তিকেয়ানের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেন সাই পল্লবী, ভুবন অরোরা, রাহুল বোসসহ আরও অনেকে।
‘আমরণ’ ব্লকবাস্টার সাফল্য পাওয়ায় ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সিনেমাটির ওটিটি মুক্তির জন্য। এটি নেটফ্লিক্সে ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
মেরি
মেরি অ্যালো, হান্নাহ লিডার, গিলিয়ান হরমেল এবং জোশুয়া হ্যারিস প্রযোজিত এ ব্রিটিশ সিনেমাটি পরিচালনা করেছেন ডি জে কারুসো এবং লিখেছেন টিমোথি মাইকেল হেইজ। এ থ্রিলার সিনেমাটি মেরির কাহিনি নিয়ে, যিনি যিশুর আশ্চর্যজনক জন্মের পর লুকিয়ে থাকতে বাধ্য হন।
এ মহাকাব্যিক ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন নোয়া কোহেন, স্টেফানি নুর, ইদো টাকো, সুসান ব্রাউন, অ্যান্থনি হপকিন্স, হিলা ভিডোর, মেহমেত কুরতুলুসসহ অনেকে। সিনেমাটি ৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
জিগরা
আলিয়া ভাটের অ্যাকশন ধামাকা ‘জিগরা’ প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার আসছে ওটিটিতে। সিনেমার গল্প এক তরুনীকে ঘিরে যে তার ভাইকে ভিন্ন দেশের জেল থেকে মুক্ত করতে ঝুঁকিপূর্ণ এক জার্নি শুরু করে। বলিউড অ্যাকশন থ্রিলারটিতে আলিয়াকে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন মুডে।
এতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন বেদাং রায়না, আদিত্য নন্দা, আকাঙ্খা রঞ্জন কাপুর এবং মনোজ পাওয়া। এটি ৬ ডিসেম্বর মুক্তি পাবে নেটফ্লিক্সে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন