নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুগত কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরবর্তী পরিচালক করার লক্ষ্য নির্বাচিত করেছেন। তিনি শনিবার বলেন, এই পদক্ষেপের অর্থ, সংস্থার বর্তমান নেতাকে প্রতিস্থাপন করা হবে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
কট্টরপন্থী রিপাবলিকানরা বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছেন, পক্ষপাতদুষ্ট সরকারি আমলাদের একটি কথিত ‘ষড়যন্ত্র’ পর্দার আড়াল থেকে ট্রাম্পকে দমিয়ে রাখতে কাজ করেছে।
এফবিআইয়ের বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওয়ে ২০১৭ সালে ১০ বছরের মেয়াদে নিযুক্ত হন, যার অর্থ তাকে হয় পদত্যাগ করতে হবে বা বরখাস্ত করা হবে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “কাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী ও ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা, যিনি তার কর্মজীবন দুর্নীতির প্রকাশ, ন্যায়বিচার রক্ষা ও আমেরিকান জনগণকে রক্ষার জন্য ব্যয় করেছেন।”
ট্রাম্প আরো বলেছেন, ‘কাশ আমার প্রথম মেয়াদে একটি অবিশ্বাস্য কাজ করেছেন।’ তিনি যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান অপরাধের মহামারী শেষ করতে, অভিবাসী অপরাধী চক্রগুলোকে ধ্বংস করতে এবং সীমান্তের ওপারে মানব ও মাদক পাচারের দুষ্ট দুর্যোগ বন্ধ করতে কাজ করবেন।
এ ছাড়া ট্রাম্প ফ্লোরিডার শেরিফ চাদ ক্রোনিস্টারকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (ডিইএ) প্রশাসক হিসেবে মনোনীত করেছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন