চলমান রাজনৈতিক শূণ্যতা পূরনে প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বৃহত্তর ঐক্য মন্তব্য করে বিপিপি চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, দেশের রাজনীতির এক ব্যাপক শূণ্যতা তৈরী হয়েছে। এই শূণ্যতা পুরন না করতে পারলে অপশক্তির জন্ম হতে পারে। যা দেশ-জাতি-গণতন্ত্র কারো জন্যই কল্যাণকর হতে পারে না।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাখারীর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় চেয়ারম্যানের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ জলিল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিপিপির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, আব্দুল কাদের, মিসেস নাজমা আক্তার, ইকবাল আহমেদ, কামাল উদ্দিন আহমেদ,শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান রোজী আক্তার মুন্নী, রানী শেখ, সিনিয়র যুগ্ম মহাসচিব আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব এইচ এম হাসান, দপ্তর সম্পাদক ইলিয়াস সরদার, মহিলা সম্পাদিকা মঞ্জুয়ারা বেগম, সহ-মহিলা সম্পাদিকা রুমানা আক্তার, নির্বাহী সদস্য জাফরীনা মাহাজাবীন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দলের মহাসচিব এআরএম জাফরুল্লাহ চৌধুরী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন