পরাজয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছিল পাকিস্তান। তবে শেষ দুই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের দল। ওয়ানডের সেই দুর্দান্ত ছন্দটাই টি-টোয়েন্টিতেও ধরে রেখেছে তারা।
বুলাওয়েতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫৭ রানের জয় পেয়েছে পাকিস্তান।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে নাকাল স্বাগতিকেরা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। মাঝে শুধু তাদিওয়ানাশে মারুমানি ৩৩ ও অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। সমান ৩টি করে উইকেট নিয়েছেন আবরার-সুফিয়ান।
এর আগে টস জিতে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ করেছে সফরকারীরা। শুরুর ৬ ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। দলীয় ১৮ রানের মাথায় আউট হওয়ার সময় ওপেনার ওমাইর ইউসুফ ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন। তার অন্য সতীর্থরা পরে ছোট ছোট জুটি গড়ে দেড় শর উপরে রান এনে দেন।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন দুই ব্যাটার উসমান খান ও তায়েব তাহির। আর রিজওয়ান বিশ্রামে থাকায় দলের নেতৃত্ব পাওয়া সালমান আগা করেছেন ১৩ রান। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও সতীর্থরা ঠিকই জয় এনে দিয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন