পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি।। 

পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

২০২৪ ২৫ অর্থবছরে রবি/ ২০২৪-২৫ মৌসুমে বোরো হাইব্রিড ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে  এ বীজ বিতরণ করা হয়।  সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ একরামুল হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, একরামুল হক, ইয়ামিন আলী, আফজাল হুসাইন, জাহান্নাতুল ফেরদৌস ও আকরাম হোসেন। কর্মসূচির আওতায়  উপজেলার ২ হাজার ৭ শত কৃষকের প্রত্যেক কে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন