ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলনকারী মিজানের ৬৬ তম জন্মবার্ষিকী সিলেটের বিভিন্ন স্থানে উৎযাপন

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলনকারী নেতা সৈয়দ মিজান এর ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার বিভিন্ন স্থানে জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল (২ ডিসেম্বর) সোমবার রাত ১২টা ১মিনিটের সময় সিলেট শহরে, সকাল সাড়ে ১০ টায় দিকে নবীগঞ্জের আনগাঁও রোডস্থ নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিস ও দুপুরে নবীগঞ্জ শহরস্থ নাইস বাংলা সহ আরো কয়েকটি স্থানে জাঁকঝমক ভাবে জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে।

উক্ত জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যথাক্রমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  ইংরেজি শিক্ষক নাজমুল চৌধুরী, নবীগঞ্জের সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র মো: ছাদিকুল ইসলাম, নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি ও কন্ঠশিল্পী বিন্দু সূত্রধর সহ তিনির সহধর্মীনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক ও নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের আহবায়ক ক্বারী আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহবায়ক মো: সফিকুল ইসলাম নাহিদ, সদস্য সচিব বাদল আহমেদ, সাংবাদিক লিমন আহমেদ, শেখ জসিম, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, শিক্ষানুরাগী মো: রুমন আহমদ, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কালাইনজুড়া ফুটবল একাদশের পরিচালক মুমিন মিয়া, ফয়েজ চৌধুরী,  সাইফুল মিয়া, জামিল মিয়া, স্বাধীন মিয়া, রামিন আহমেদ, ফয়েজ আহমদ, সালমান আহমদ, সোহাগ আহমদ, রাজু মিয়া, সাইফুর মিয়া, কাওছার মিয়া, আজিজুর রহমান, রকলু মিয়া, রাহান মিয়া, জিহাদ মিয়া, কামরান মিয়া, ইমরান মিয়া, মিনহাজ মিয়া, রামিম মিয়া, আব্দুল রহমান, মুর্শেদ আহমেদ, আল আমিন, নাঈম আহমেদ, পায়েল আহমেদ গুণী সেবক আজাদ মিয়া সহ হবিগঞ্জ, বানিয়াচং, বাহুবল, নবীগঞ্জ, আউশকান্দি, শেরপুর ও সিলেটের বিভিন্ন সংগঠনের লোকজন। পরে সৈয়দ মিজান তার বক্তব্যে বলেন, সিলেট সহ দেশ- বিদেশে আমার পত্রিকায় যারা কর্মরত গণমাধ্যমকর্মী রয়েছেন, বা এর বাহিরেও যারা ইচ্ছুক আছেন, আমি আপনাদের-কে ফ্রী'তে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ করাতে চাই। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আমি জেলা ভিত্তিক সাংবাদিকতার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি।

তিনি আরও বলেন, যোগাযোগ  অনলাইন মাধ্যমে প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া'র গণমাধ্যমে কাজ করা এতো সহজ নয়। তাই সংবাদ প্রকাশের জন্য প্রশিক্ষণ জরুরি। আমি আমার জীবন যৌবন ও অর্থখড়ি সত্য, ন্যায় ও অসহায়দের পক্ষে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ।

উল্লেখ্য যে, সৈয়দ আখতারুজ্জামান মিজান হলেন, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সময়ের সাহসী "বজ্রকন্ঠ" পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক, প্রতিষ্ঠাতা ও সিইও। উক্ত পত্রিকার প্রকাশক সালেহ আহমদ সেলিম ও প্রধান সম্পাদক শহিদুল ইসলাম ও জগলু সরকার।

তিনি'র লন্ডন প্রবাসী পুত্র সৈয়দ টিপু, মেয়ে সৈয়দ মিলা, সৈয়দ নীলা ও ছেলে সৈয়দ টিপু, বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বজ্রকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বুলবুল আহমেদ এর যৌথ উদ্যোগে আনন্দ উল্লাসের মাধ্যমে তিনির বাসায় আলোক সজ্জায় সাজিয়ে আতসবাজি জালিয়ে কেক কেটে তিনি'র ৬৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়। সকাল সাড়ে ১০টার সময় হবিগঞ্জ জেলার নবীগঞ্জস্থ সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কার্যালয়ে, সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইস বাংলা'য় বানিয়াচং উপজেলার কালাইনজুড়া ফুটবল একাদশের সদস্যদের আয়োজনে পরিচিত পর্ব ও  আলোচনা সভা শেষে ফুলেল শুভেচছা জানিয়ে তারা তাদের এলাকায় সরকারি, বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জায়গা জমি দান সহ অসংখ্য অসহায় হতদরিদ্র পরিবারের লোকজনকে অবধানের কথা তুলে ধরেন। এবং ঐ গ্রামের বর্তমানে খেলাধূলা ও এলাকার বিভিন্ন অবস্থানের কথাও তুলে ধরে সরেজমিনে ঘুরে দেখার জন্য অনুরুধ জানান।

অন্যদিকে, জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যের শুরুতেই তিনি'র দীর্ঘায়ু কামনা করে বলেন, নি:শ্বার্থে দেশ- বিদেশে ঘটে যাওয়া সময়ের সাহসী অনলাইন 'বজ্রকন্ঠ' পত্রিকায় দীর্ঘদিন ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদগুলো কোন স্বার্থ ছাড়াই  প্রকাশ করে আসছেন।

আলোচনা সভায় বক্তব্য শেষে সিলেট অঞ্চলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সোসাইটি, মানবাধিকার সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ প্রবাসীরাও ঐ দিন তিনি-কে সম্মানান ক্রেষ্ট প্রদান করেন।

আলেচনা সভার পূর্বে সবাই আনন্দ উল্লাস করে শুভ জন্মবার্ষিকী'র কেক কেটার সময় শুভ শুভ শুভ দিন, আজ মিজান ভাই'র জন্মদিন। হাত তালি দিয়ে মোমবাতি সহ আতসবাজি জালিয়ে জাঁকঝমক ভাবে ৬৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন