ভারতের পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী শিরোমণি আকালি দলের নেতা সুখবীর সিং বাদলকে হত্যা চেষ্টা হয়েছে। অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশপথে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুর্বৃত্ত। হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সুখবীর। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

তার নাম নারায়ণ সিং চৌরা বলে জানা গেছে। তিনি খালসার সঙ্গে যুক্ত। আটকের তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

 

জানা গেছে, ধর্মীয় শাস্তির অংশ হিসেবে স্বর্ণমন্দিরের প্রবেশপথে পাহারা দিচ্ছিলেন সুখবীর।

তিনি প্রবেশপথে হুইলচেয়ারে বসে ছিলেন। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ধীরে ধীরে পায়ে হেঁটে এসে কোমরে গোঁজা পিস্তল বের করতে গেলে সুখবীরের পাশে থাকা এক ব্যক্তি তাকে নিবৃত করেন। এ সময় এক রাউন্ড গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন