ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব

মোহাম্মদ সেলিম, আরব আমিরাত//

প্রবাসে কর্মব্যস্ততায় অনেক সময় দেশীর সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তারপরেও ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানান দিতে  পিঠা উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । তেমনি ভাবে শনিবার ( ৩০ নভেম্বর) শারজাহ মাদাম ওয়াই এস ফার্ম হাউসে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ যেন এক মিলনমেলায় পরিণত হয়। হরেক রকম পিঠার চমৎকার আয়োজন ও পরিবেশন নজর কাড়ে ভিনদেশী দর্শণার্থীদেরও। মেলায় বিভিন্ন প্রদেশ  থেকে স্বপরিবারে অসংখ্য নারী উপস্থিত হন। পিঠা আয়োজনে ছিল নকশী পিঠা,  ভাঁপা পিঠা, সেমাই পিঠা, পাকোন পিঠা, রসে ভেজা পিঠা, সুজি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা এবং পায়েসসহ ৩০ প্রকার পিঠা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর ফাউন্ডার লিজা হোসাইন এর সভাপতিত্বে সাদিয়া আবছার শারমিন রাখি মহসিনা তানিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই প্রেসিডেন্ট লাবণ্য আদিল,  বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই ভাইস প্রেসিডেন্ট
 সাদিয়া আফসার,বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই ভাইস প্রেসিডেন্ট নিশাত জাহান চৌধুরী নিশু, শারমিন রাখী কো-অর্ডিনেটর, উপদেষ্টা ইয়াসমিন মেরুনা, উপদেষ্টা সিআইপি  জেসমিন আক্তার , উপদেষ্টা রোমানা আক্তার, উপদেষ্টা শরিফা সৈনিক,শবনম আক্তার এক্সিকিউটিভ, সালমা শাফায়েত এক্সিকিউটিভ,তানিয়া আহমেদ এক্সিকিউটিভ,সাঈদা আহমেদ নওরিন টিম লিডার, মহসিনা তানিয়া টিম লিডার, ঈশিকা মাজহার টিম লিডার, সাথী আলী টিম লিডার, ঈশিকা পারভিন টিম লিডার, নাসরিন আক্তার টিম লিডার, রুমানা বর্ণি টিম লিডার,কামরুন নাহার টিম লিডার,ফাহমিদা সুলতানা টিম লিডার সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আরব আমিরাত আইক্যাব শিল্পীগোষ্ঠীর সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, প্রবাসী সাংবাদিক সমিতি প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
খেলাধুলায় ছিল  ছোট ছেলে মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলাসহ নানা ধরনের খেলাধুলা আয়োজন করা হয়। শেষে খেলাধুলায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন