সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাগরিক কমিটির আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি এমএ হাকিম এর সভাপতিত্বে ও সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, নাগরিক কমিটির সহ-সভাপতি ডাঃ জাকির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তালা উপজেলায় অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ পিছিয়ে থাকায় সাধারণ জনগণ নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন, উপজেলায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রুপান্তরের জোর দাবি জানানো হয়।##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন