সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
সরবরাহ বাড়ায় মৌলভীবাজারে শীতের সবজির দাম কমতে শুরু করেছে। বাজারে আসতে শুরু হয়েছে নতুন নতুন সবজি। মৌলভীবাজার শাখ সবজির বাজার পরিদর্শন করে দেখা যায় যে, প্রায় সবধরনের সবজির দাম প্রতি কেজি ২৫/৩০ টাকা কমেছে। বতর্মানে টমেটো ৮০|= টাকা কেজি, ফুলকপি ৫০|= টাকা কেজি, সিম ৬০|= টাকা কেজি, কাঁচা মরিচ ১০০|= টাকা কেজি, শষা ৫০|= টাকা কেজি, ধনিয়া পাতা ৮০|= টাকা কেজি। নিঃসন্দেহে বলা যায় যে, বতর্মানে ১০০|= টাকার নিচে অনেক ধরনের সবজির কেজি পাওয়া যায়, যা কিছু দিন আগেও মধ্যবিত্তের নাগালের বাহিরে ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন