জনি ডেপের সঙ্গে আবারও জুটি বাঁধতে চান টিম বার্টন

হলিউডের অন্যতম সফল নির্মাতা টিম বার্টন। এ বছর মুক্তি পেয়েছে তার নির্মিত চলচ্চিত্র ‘বিটলজুস বিটলজুস’। ৩৫ বছর পর সিনেমা ‘বিটলজুস’ সিনেমার এই সিক্যুয়াল নির্মাণ করেন তিনি। যদিও সিক্যুয়াল নির্মাণে বরাবরই অনীহা এই পরিচালকের।

তবে দর্শক ডিমান্ডের কারণেই এটি তৈরি করেছেন বলে জানান টিম। 

 

৩৫ বছর পর সিনেমাটির সিক্যুয়াল করা নিয়ে টিম বলেন, ‘আমি কখনো চিন্তা করিনি সিক্যুয়াল করব। কিন্তু একটা সময় এ নিয়ে কথা শুরু হয়। তখন মনে হলো বিটলজুসের দুনিয়ায় ঘুরে আসা যায় আরেকবার।

 


 

এদিকে টিম বার্টন ও হলিউডের প্রভাবশালী অভিনেতা জনি ডেপের জুটিও হলিউডে দারুণ কিছু হিট সিনেমা উপহার দিয়েছে। ১৯৯০ সালে টিম নির্মাণ করেছিলেন ‘এডওয়ার্ড সিজরহ্যান্ডস’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। সম্প্রতি এ সিনেমার সিক্যুয়াল নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে পছন্দের অভিনেতা জনি ডেপের সঙ্গে কোনো সিক্যুয়াল নয়, বরং নতুন করেই সিনেমা নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করলেন এই নির্মাতা।

 

সম্প্রতি ইন্ডিওয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কিছু সিনেমা আছে, যার সিক্যুয়াল আমি করতে চাই না। না চাওয়ার কারণ হলো আমার মনে হয়, ওগুলো একক সিনেমা হিসেবেই ভালো। কিছু সিনেমার সিক্যুয়াল হয় না। আমি সেভাবেই ভেবেছি।

যেমন ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’ একটা একক সিনেমা। এর কোনো সিক্যুয়ালের প্রয়োজন মনে করি না। এ ধরনের সিনেমাগুলোকে নিজের মতো রেখে দেওয়াই ভালো।”

 

জনি ডেপকে নিয়ে সর্বশেষ ‘ডার্ক শ্যাডোজ’ নির্মাণ করেন টিম। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘এড উড’ (১৯৯৪), ‘স্লিপি হোলো’ (১৯৯৯), ‘কর্পস ব্রাইড’ (২০০৫), ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ (২০০৫), ‘সুইনি টড: দ্য ডিমন বারবার অব ফ্লিট স্ট্রিট’ (২০০৭) ও ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর মতো সিনেমায়।

জনির সঙ্গে ভবিষ্যতে কোনো সিনেমা নির্মাণ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে টিম বলেন, ‘অবশ্যই তাকে নিয়ে সিনেমা হবে। এমনিতে আমি কখনো চিন্তা করি না যে অমুক অভিনেতাকে নেব, অমুককে বাদ দেব। আমার চিত্রনাট্যের ওপর নির্ভর করে অভিনেতা বাছাই করি। সিনেমা আসলে এভাবেই তৈরি হয়। কেউ যুক্ত হয়, কেউ বাদ পড়ে।’

টিম বার্টনের পরিচালনায় ‘বিটলজুস বিটলজুস’ সেপ্টেম্বরে মুক্তি পায় এবং ওপেনিংয়ে আয় করে ১১ কোটি ডলার। মোট আয় হয় ৪৫ কোটি ডলার। সিনেমাটিতে অভিনয় করেছেন মাইকেল কিটন, মনিকা বেলুচি, উইলেম ড্যাফো, জেনা ওর্তেগার মতো তারকা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন